সিলেট ও সুনামগঞ্জে বন্যা দুর্গতদের জন্য ব্র্যাকের জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম চলছে। কীভাবে তৈরি করা হচ্ছে খাদ্য সহায়তার প্যাকেজ? খাদ্য প্যাকেটজাতকরণ এবং বিতরণের পরিকল্পনা নিয়ে গতকাল রাতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তা অরিঞ্জয় ধর কথা বলেন ব্র্যাক যোগাযোগ বিভাগের সদস্য রামিম হাসানের সঙ্গে। আলোচনাটি শুনতে এবং উদ্যোগের ব্যাপারে আরও জানতে ভিডিওটি দেখুন।
এই উদ্যোগের অংশ হতে পারেন আপনিও। ডাকছে আমার দেশ।
পাশে দাঁড়াতে ক্লিক করুন: https://www.brac.net/dakcheamardesh/
অথবা বিকাশ করুন (মার্চেন্ট নম্বর): 01730321765