বন্যাদুর্গত মানুষের কঠিন সময় এখনও শেষ হয়নি। এলোমেলো হয়ে গেছে তাদের জীবন, অনেকে জীবিকার পথ হারিয়েছেন চিরতরে। তবে এই ঝড়ও কাটিয়ে ওঠা সম্ভব, যদি আমরা সবাই একসাথে দাঁড়াই।
বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্যে এগিয়ে এসেছেন ব্র্যাককর্মী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিফতাহ্ জামান। গেয়েছেন মানবতার গান, আশা না হারানোর গান।
শুনুন এবং এগিয়ে আসুন। ডাকছে আমার দেশ।
পাশে দাঁড়াতে ক্লিক করুন: https://www.brac.net/dakcheamardesh/
অথবা বিকাশ করুন (মার্চেন্ট নম্বর): 01730321765