নেদারল্যান্ডসে পৃথিবীর প্রথম ভাসমান গরুর খামার
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/AasjGPw0B5c
======================
কৃষি ও কৃষি প্রযুক্তির উন্নয়নে নেদারল্যান্ডসের খ্যাতি বিশ্বজুড়ে। দেশটির অনেকাংশই সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে অবস্থান সত্তেও ডেল্টাপ্ল্যানের মাধ্যমে নেদারল্যান্ডস তার ভূমিকে রেখেছে সুরক্ষিত। কৃষি প্রযুক্তিতে সমৃদ্ধ ও কৃষি বাণিজ্যে অনন্য দেশটি বর্তমানে থেমে নেই।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কথা ভেবে চালিয়ে যাচ্ছে নানান গবেষণা। রচনা করেছে ভবিষ্যত। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে প্রস্তুতি চলছে জোরে সোরে। পরিবর্তিত জলবায়ু এবং প্রাকৃতি দুর্যোগের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ভাসমান স্থাপনা।
ভাসমান এই খামারের পরিকল্পনা করেছেন পিটার ভ্যান উইংগারডেন। আর খামারটি পরিচালনা করেছেন তার সঙ্গী মিনকে ভ্যান উইঙ্গারডেন। শহর থেকে দূরে থাকায় পিটারের সঙ্গে আমাদের সাক্ষাত হয়নি। কথা হয়েছে মিনকে ভ্যান উইঙ্গারডেনের সঙ্গে।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ