বারবার প্রতারিত হয়েও এখন নেদারল্যান্ডসের রমনা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম মিন্টু
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/qRJX2z9BvFs
========================
নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানীখ্যাত শহর, দ্যা হেগ। এ বছরের এপ্রিল মাসে হৃদয়ে মাটি ও মানুষের কাজে গিয়েছিলাম নেদারল্যান্ডসে। কাজ থেকে ফিরে একদিন রেষ্টুরেন্ট খুঁজতে খুঁজতে হঠাৎ রমনা নামের একটি রেস্টুরেন্ট খুঁজে পাই। নাম দেখেই মনে হলো নিশ্চয়ই কোন বাংলাদেশির রেস্টুরেন্ট হবে। আমার অনুমান সত্যি হলো।
খুব ভালো লাগলো রমনার সত্ত্বাধিকারী নজরুল ইসলাম মিন্টুর সঙ্গে কথা বলে। তাঁর জীবন সংগ্রামের গল্প আমাকে প্রচন্ড আবেগাপ্লুত করে।
পদে পদে হোঁচট খেয়েও, ঘনিষ্ঠজনদের দ্বারা প্রতারিত হয়েও তিনি এগিয়ে গিয়েছেন- কখনো পিছনে ফিরে তাকাননি। চলুন শুনি বাংলাদেশি ভাইটির অসামান্য পরিশ্রম সততা আর তিল থেকে তিলোত্তমা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প ।
#SSERAJ #নেদারল্যান্ডস #Netharlands #RestaurantRamna
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ