ছাদকৃষির ফসল থেকে পুষ্টির যোগান
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/M6iLyunkyro
========================
ছাদকৃষিতে বাণিজ্যিক লাভের চেয়ে মানসিক তৃপ্তি আর সৃজনশীলতার বিষয়টি বড়। তাই এখানে কৃষির প্রতিটি উদ্যোগই শিল্পকর্মের মতো। পাঁচ বছর আগে টেলিভিশনের অনুষ্ঠান দেখে ছাদে এমন সবুজ শিল্প গুছিয়ে নিয়েছেন চমন ফেরদৌস।
চার হাজার বর্গফুটের ছাদকৃষির একেক পাশে একেক ফলের সংগ্রহ। কৃষির মধ্যে ডুবে থেকে অনেক কৌশলই রপ্ত করেছেন এই উদ্যোক্তা।
এখানে গড়ে তুলেছেন বিদেশি নানান জাতের ফলের সংগ্রহ। রমজানে ছাদকৃষির ফসল মেটাচ্ছে এই পরিবারের খাদ্য চাহিদার অনেকটা। এই উদ্যোক্তা বলছেন, সবরকমের গণমাধ্যম এখন ছাদকৃষি সম্প্রসারণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ