সম্পূর্ণ ভিডিও (Full video)
https://youtu.be/SXCK_8HdUNo
দয়া করে সাবস্ক্রাইব করুন (Please subscribe): shorturl.at/hksuI
এ সময়ের অনেক শিক্ষিত তরুণ কার্যকর ও গঠনমূলক উদ্যোগ হিসেবে বিবেচনা করছে কৃষিকে। সুদুরপ্রসারি সাফল্যকে সামনে রেখে তারা করছে পরিকল্পিত বিনিয়োগ। নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক তরুণের স্বপ্নের সঙ্গে যোগ দিয়েছে এক শিল্প গ্রুপ। এগিয়ে চলেছে আমিষ অ্যাগ্রো নামের সমন্বিত খামার। শুরুটা ২০২০ এর জুনে। বিশ্বব্যাপী তখন করোনা আতংক। একটি দুধের গাভী নিয়ে যাত্রা শুরু পরীক্ষামূলক খামারের। তারপর প্রতিদিনই কিছু না কিছু সংযোজন হচ্ছে। এরই মধ্যে খামারটি সম্প্রসারিত হয়েছে ১২৩ বিঘায়। এই খামারে খামারে রয়েছে ৫৬ টি গরু। এছাড়াও রয়েছে বৈচিত্রময় জাতের ছাগল, হরিণ দুম্বা, খরগোশ। রয়েছে কবুতর, সৌখিন পাখি, মোরগ। ২ টি পুকুরে চলছে মাছ চাষ। রয়েছে রাজহাঁস ও খাকি ক্যাম্বেলের খামার। উদ্যোক্তা বিল্লাল বলছেন, এসব উদ্যোগের অনুপ্রেরণা টেলিভিশনে দেখা সফল দৃষ্টান্তগুলো।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ